তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জনপ্রিয় স্থান ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ একটি বিস্ফোরণে ঘটনাটি ঘটে। সর্বশেষ খবর অনুযায়ী, এই বিস্ফোরণে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন আরও ৫৩ জন। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
জানা গেছে, ইস্তিকলাল অ্যাভিনিউ মূলত পথচারীদের চলাচলের সড়ক। প্রতিদিনই প্রচুর মানুষ সড়কটি ব্যবহার করে। সড়কটি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়, যেখানে সারি সারি রেস্তোরাঁ ও দোকানপাট।এর আগে, ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া টুইটারে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানা ন, ‘বিকেলে বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছেন অনেকে। বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়।’
ঘটনাস্থলের এক ভিডিওতে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি ও পুলিশ দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলেছেন, দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তাটি বন্ধ হয়ে গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।