নাকে দেয়ার করোনা ভ্যাকসিন বাজারে আসছে ফেব্রুয়ারিতে !

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৮ই জানুয়ারী ২০২৩ ০৮:০০ অপরাহ্ন
নাকে দেয়ার করোনা ভ্যাকসিন বাজারে আসছে ফেব্রুয়ারিতে !

ভারত বায়োটেকের তৈরি নাকে দেওয়ার (ইনট্রান্যাসাল) করোনা টিকা ইনকোভ্যাক ফেব্রুয়ারিতে বাজারে আসতে চলেছে। বিশ্বের প্রথম নাকে নেওয়ার কোভিড টিকার চূড়ান্ত দফার পরীক্ষার কাজ চলছে হিমাচল প্রদেশের কসৌলীর সরকারি পরীক্ষাগার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি (সিডিএল)-তে।


সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই কসৌলীর সিডিএল-এ ছ’টি ব্যাচে তৈরি ১৫ হাজার নাকে নেওয়ার টিকা এসে পৌঁছেছে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষার পরে সেগুলি বাজারে পাঠানো হবে। ভারতে প্রথম করোনা টিকা কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের তৈরি নাকে নেওয়ার টাকা ইনকোভ্যাকের পোশাকি নাম বিবিভি১৫৪। হায়দরাবাদ-ভিত্তিক টিকা প্রস্তুতকারক এই সংস্থা গত বছর টিকা উৎপাদনের জন্য ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)-এর ছাড়পত্র পেয়েছিল।


প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই যাঁরা বুস্টার টিকা নিয়ে নিয়েছেন তাঁরা ভারত বায়োটেকের নাকে দেওয়ার কোভিড টিকা বিবিভি১৫৪ নিতে পারবেন না। ন্যাশনাল টেকনিক্যাল গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিএজিআই) জানিয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়সি কেউ প্রথম বুস্টার টিকা হিসাবে এটি নিতে পারেন।

সূত্র: আনন্দবাজার