প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১:২৯
ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় মার্কিন বাহিনীর একটি এলিট ফোর্স সীমান্তে অপেক্ষা করছে। মার্কিন ১০ এয়ারবর্ন ডিভিশন হিসেবে পরিচিত নন এলিট ইউনিটের কমান্ডার কর্নেল এডোইন ম্যাথিডেস এই তথ্য জানান।
সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ন্যাটোর সাথে সংঘাতে জড়ালে ইউক্রেনে প্রবেশ করে রুশ বাহিনীর ওপর হামলা শুরু করবে মার্কিন সেনারা। বর্তমানে সেনা ইউনিটটি রোমানিয়ায় ইউক্রেন সীমান্তের নিকটে অবস্থান করছে। সেখানে তারা মার্কিন নীতিনির্ধারকদের নির্দেশের অপেক্ষায় আছে। অনুমতি পেলেই ইউক্রেনে ঢুকে পড়বে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস বলেছেন, ন্যাটোর এক ইঞ্চি জমিও বেদখল হতে দেয়া হবে না।