বিহারে বজ্রপাতে নিহত ১৭

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ২০শে জুন ২০২২ ০১:২৭ অপরাহ্ন
বিহারে বজ্রপাতে নিহত ১৭

ভারতের বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত থেকে রোববারের মধ্যে এই প্রাণহানি ঘটেছে। রোববার এ ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রত্যেক নিহতের পরিবারকে ৪ লাখ রুপি করে অনুদান ঘোষণা করেছেন।


দুর্ভাগ্যজনক ঘটনার বিবরণ দিতে টুইটারে বিহারের মুখ্যমন্ত্রী লেখেন, বজ্রপাতে ভাগলপুরে ছয়জন, বৈশালীতে তিনজন, খাগরিয়ায় দুজন, কাটিহারে একজন, সহরসায় একজন, মাধেপুরায় একজন, বাঙ্কায় দুজন এবং মুঙ্গেরে একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সব নিহতের পরিবারকে অবিলম্বে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।


বিহারের মুখ্যমন্ত্রী আরেকটি টুইটে বলেন, খারাপ আবহাওয়ায় পূর্ণসতর্কতা অবলম্বন করার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জারি করা পরামর্শগুলো মেনে চলার জন্য জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি। খারাপ আবহাওয়ায় ঘরে থাকুন এবং নিরাপদ থাকুন।