পাকিস্তানে সাইকেল বোমা বিস্ফোরণে নিহত-১, আহত ১৩

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১৩ই মে ২০২২ ১১:১৬ পূর্বাহ্ন
পাকিস্তানে সাইকেল বোমা বিস্ফোরণে নিহত-১, আহত ১৩

পাকিস্তানে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) দেশটির করাচি শহরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। খবর জিয়ো নিউজের।


পুলিশ জানায়, একটি সাইকেলে ওই বোমাটি লুকানো ছিল। নিরাপত্তা বাহিনীর গাড়ি সাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এর পরপরই হতাহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তিনি পথচারী ছিলেন।

 

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম ওমর সিদ্দিকি। তিনি জিন্নাহ হাসপাতালেই কাজ করেন।

 

ওই ঘটনার পর এলাকাটি ঘিরে ফেরে পুলিশ। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। হামলার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

রাজ্যের মুখ্যমন্ত্রী সিন্ধ মুরাদ আলী শাহকে প্রাথমিকভাবে যে তথ্য দেওয়া হয়েছে তাতে জানা যায় যে, বাইসেকেলে করে বহন করা হচ্ছিল ওই বোমা। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে।

 

গত মাসে বোরকা পরা একজন নারী আত্মঘাতী করাচির একটি বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটান। ওই ঘটনায় তিন চীনা শিক্ষক ও তাদের পাকিস্তানি ড্রাইভার নিহত হন।