প্রকাশ: ২ মে ২০২২, ২২:৪৫
ভারতের অন্ধ্রপ্রদেশের বাপতলা জেলার একটি রেলস্টেশনে স্বামী ও তিন সন্তানের সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন অন্তঃসত্ত্বা এক নারী। এ সময় তিন দুর্বৃত্ত এসে জোরপূর্বক ওই নারীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই নারীকে তুলে নিয়ে যাওয়ার আগে তার স্বামীকে ব্যাপক মারধর করে দুর্বৃত্তরা। এ সময় তিনি রেল পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করলেও কাউকে খুঁজে পাননি।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারীকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এক কিশোরসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, রোববার (১ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরিবারটি কাজের সন্ধানে গুন্টুর থেকে কৃষ্ণা জেলায় যাচ্ছিলেন প্রকাশম জেলার ওই বাসিন্দারা। পরিবারটি রেল স্টেশনের বেঞ্চে ঘুমিয়ে ছিল। কিন্তু মদ্যপ অবস্থায় তিন দুর্বৃত্ত এসে তাদের জাগিয়ে তোলে এবং ভুক্তভোগী নারীর স্বামীকে মারধর শুরু করে। এ সময় ওই নারী বাধা দিলে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে গণধর্ষণ করে।
পরে রেলস্টেশনের পাশের একটি ঝোপ থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর ভারতজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।