প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ৪:১৭
বড় বিপাকে চিনা মোবাইল প্রস্তুকারী সংস্থা শাওমি৷ বেআইনি লেনদেনের অভিযোগে ভারতে সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৫৫০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷ বৈদেশিক মুদ্রা বিনিময় আইন লঙ্ঘন করার অভিযোগে শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷
শাওমি ইন্ডিয়া নামে এই সংস্থা ভারতে এমআই ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রি করে৷ সূত্রের খবর, সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৫৫১.২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷
নিয়ম বহির্ভূত ভাবে বিদেশে টাকা সরানোর অভিযোগে গত ফেব্রুয়ারি মাসেই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি৷ ২০১৪ সাল থেকে ভারতে ব্যবসা শুরু করে শাওমি৷ ২০১৫ সাল থেকে বিদেশে টাকা পাঠাতে শুরু করে তারা৷ এখনও পর্যন্ত ৫৫৫১.২৭ কোটি টাকা বিদেশে থাকা তিনটি প্রতিষ্ঠানে রয়্যালটি বাবদ পাঠিয়েছে শাওমি ইন্ডিয়া৷ যাদেরকে টাকা পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে শাওমি গোষ্ঠীর নিজস্ব একটি সংস্থাও৷
ইডি জানিয়েছে, রয়্যালটির নামে এই বিপুল পরিমাণ অর্থ চিনে অবস্থিত শাওমি গোষ্ঠীর মূল সংস্থার নির্দেশেই পাঠানো হয়েছে৷ এ ছাড়াও আমেরিকায় অবস্থিত বাকি যে দু'টি জায়গায় টাকা পাঠানো হয়েছে, সেখানে থেকেও জাওমি গোষ্ঠীর মূল সংস্থাই সুবিধা লাভ করেছে বলে অভিযোগ ইডি-র৷
সম্পূর্ণভাবে ভারতে তৈরি মোবাইল সেট এবং অন্যান্য পণ্য কিনে তা বিক্রি করে শাওমি ইন্ডিয়া৷ বিদেশের যে তিনটি প্রতিষ্ঠানে তারা টাকা পাঠিয়েছে, তাদের থেকে শাওমি ইন্ডিয়া কোনও সুবিধে বা পরিষেবা পায়নি বলেই দাবি ইডি-র৷ বিদেশে টাকা সরানোর সময় সংস্থার তরফে ব্যাঙ্কগুলিকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করারও অভিযোগ তুলেছে ইডি৷