মুম্বাইয়ে রাস্তার ধারে খাবার বিক্রি করেন কে এই ‘ডক্টর’

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে এপ্রিল ২০২২ ০৮:৩২ অপরাহ্ন
মুম্বাইয়ে রাস্তার ধারে খাবার বিক্রি করেন কে এই ‘ডক্টর’

স্ট্রিটফুড খেতে আমরা কমবেশি সকলেই ভালবাসি৷ খাবারের স্বাদের পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকে গল্পও৷ অনেক সময়েই সেই গল্প খাবারের স্বাদের থেকেও বেশি মুখরোচক হয়ে ওঠে৷ সম্প্রতি মুম্বইয়ের রাজপথে এমনই এক খাবার বিক্রেতাকে পাওয়া গিয়েছে, যাঁর নামের পাশে উজ্জ্বল ‘ডক্টর’ পরিচয়! বাড়িতে রান্না করা তাজা খাবার তিনি বিক্রি করছেন রাস্তার ধারের স্টলে৷ এই তথ্য শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য খাদ্যরসিকদের৷


কিন্তু কেন ‘ডক্টর’ পরিচয় সত্ত্বেও তিনি খাবার বিক্রি করছেন? সে উত্তর দিয়েছেন এক ফুডব্লগার, তাঁর ইনস্টাগ্রামে৷ সেখানে জানানো হয়েছে, ৫৫ বছর বয়সি ডক্টর সুনীতার গত ৩০ বছর ধরে এই দোকান চালাচ্ছেন৷ এই উদ্যোগে তাঁর সঙ্গে সামিল সুনীতার স্বামীও৷ এর বাইরে সুনীতার আরও একটি পরিচয় আছে৷ তিনি একজন নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান৷ তাঁর জীবনদর্শন হল, ইচ্ছে থাকলে একজন একই সময়ে চারটে কাজও করতে পারেন৷ তাই নিজের পেশার বাইরে তিনি খাবারের দোকানও চালান৷ বলছেন সুনীতা৷


ইনস্টাগ্রাম ফুড ব্লগার তাঁর পোস্টে সুনীতার স্টল এবং স্টলে তাঁর কাজ নিয়ে লিখেছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খাবারভর্তি পাত্রের পিছনে দাঁড়িয়ে আছেন৷ তাঁর কাছে যে থালি পাওয়া যায়, তাতে ৪০ টাকার বিনিময়ে পাওয়া যায় ভাত, ডাল, রুটি, তরকারি, পুরী, আচার এবং পাঁপড়৷


ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে ৩০ হাজারেরও বেশি ভিউজ এসেছে৷ লাইক প্রায় ১৮ হাজার৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর ভূমিকায়৷ ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট পরিচয়ের বাইরে তাঁর এই ভূমিকায় মুগ্ধ নেটদুনিয়া৷ খাবারের স্বাদও ভাল বলে মত নেটিজেনদের৷ তাঁকে বাহবা ও কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা৷