টাকা দিয়ে মানুষের রক্ত কিনছে ইউরোপ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১৫ই এপ্রিল ২০২২ ০৮:৪৩ অপরাহ্ন
টাকা দিয়ে মানুষের রক্ত কিনছে ইউরোপ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউরোপের যেসব দেশ এখন পর্যন্ত রাশিয়া থেকে তেল কিনছে, তারা মূলত টাকা দিয়ে ইউক্রেনের নির্যাতিত মানুষের রক্ত কিনছে।’



সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘এখন পর্যন্ত জার্মানি ও হাঙ্গেরি রাশিয়া থেকে তেল কিনছে। চলতি বছর দেশ দুটির কাছে তেল বিক্রি করে রাশিয়া ৩২৬ বিলিয়ন ডলার পর্যন্ত আয় করতে পারবে।’

 


দিন যত গড়াচ্ছে, একধরনের অবিশ্বাস জন্ম নিচ্ছে ইউরোপ ও ইউক্রেনের মধ্যে। বার্লিন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলেও এখন পর্যন্ত তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় দেশটির ওপর মনঃক্ষুণ্ন হয়েছেন জেলেনস্কি।

 

এ ব্যাপারে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) জেলেনস্কি বলেন, ‘আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকে বুঝতে হবে–এটি পয়সা কামানো কিংবা ব্যবসা করার সময় নয়। এটা মানবতার ব্যাপার ও মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে ওঠা প্রশ্ন।’

 

এ ছাড়াও জেলেনস্কি অভিযোগ করে বলেন, ‘রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে আমাদের যে পরিমাণ অস্ত্রের প্রয়োজন, তা দেওয়া হচ্ছে না। ইউরোপ ধীরগতিতে অস্ত্র সরবরাহ করছে। এতে যুদ্ধ আরও দীর্ঘায়িত হচ্ছে। আরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছে।’

 

জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের কিছু দেশ আমাদের সাহায্য করার চেষ্টা করছে ও সাহায্য করছে। তবে আমাদের এ মুহূর্তে সাহায্য দরকার। যত দেরি হবে আমরা তত বেশি সংকটের সম্মুখীন হব।’

 

নিজেদের অবস্থান পরিষ্কার করে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া চাইলে আমাদের ধ্বংস করে দিতে পারে, তবে আমরাও জবাব দেব। তারা আমাদের হত্যা করতে পারে, তবে তাদেরও মরতে হবে। আমি জানি না, তারা আসলে কী চায়। আমি জানি না, আমার দেশে তারা কী করতে এসেছে।’