প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ১:২২
ভারতে নৈরাজ্যের আবহ তৈরি করতে পাকিস্তানের পথে বিপুল অস্ত্র-শস্ত্র ভারতে প্রেরণ করার পরিকল্পনা করছে আফগান জঙ্গি গোষ্ঠী তালিবান। সম্প্রতি কানাডার একটি সংস্থার রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। যার জেরে চিন্তায় এদেশের গোয়েন্দা সংস্থা থেকে প্রতীরক্ষা মন্ত্রকের সংশ্লীষ্ট আধিকারিক সকলেই।
রিপোর্টে বলা হয়েছে, নিজেদের ‘শুধরে যাওয়া’ তালিবান দাবি করার পরেও অস্ত্র পাচারের কারবারে রাশ টানতে ব্যর্থ নয়া তালিবান সরকার। উপরন্তু নিজেদের দেশের ভাবমূর্তি বজায় রাখতে আফগানিস্তানের বদলে পাকিস্তানের মাটিকে ব্যবহার করছে তারা।
কানাডার বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটির রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আফগানিস্তানে অবৈধ অস্ত্র-শস্ত্র পাচারের ব্যবসা এই মুহূর্তে চরম পর্যায়ে পৌঁছেছে। ক্রমাগত বিভিন্ন দেশের জঙ্গি গোষ্ঠী ও বিদ্রোহী সেনাদের কাছে তাদের দেশ থেকে অস্ত্র পাঠাচ্ছে।
পাকিস্তানেও একই ভাবে আগ্নেয়াস্ত্রের চোরাচালান হচ্ছে তালিবানের তরফ থেকে। যা সীমান্ত এলাকায় নানা ধরনের জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত হচ্ছে। এবং পরবর্তীকালে তা ভারতে এসে পৌঁছবে। পাশাপাশি এই অস্ত্র সরবরাহের জন্য পাকিস্তানকেও সাবধান বাণী শুনিয়েছে তারা। যেসব অস্ত্র আফগানিস্তান থেকে পাকিস্তানে এসে পৌঁছচ্ছে সেগুলি সেই দেশেও নানা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে। তখন পাকিস্তানকেও তালিবানের অস্ত্র পাচারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার জন্য মূল্য চোকাতে হবে।
উল্লেখ্য, গত বছর আফগানিস্তান থেকে নিজেদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেয় আমেরিকা। দেশ ছাড়ার আগে নিজেদের বিপুল অস্ত্র ভাণ্ডার তারা আফগানিস্তানে ফেলে আসে। এরপরই সে দেশের ক্ষমতা নিজেদের হাতে নেয় তালিবান। পাশাপাশি তারা দখল নেয় আফগানিস্তানে অবস্থিত সকল মার্কিন সৈন্য শিবিরগুলিরও। তাই বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র-শস্ত্র দখলে আসে তালিবানের।