ঘণ্টায় ৭ হাজার রাসায়নিক অস্ত্র উৎপাদন!

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ১৯শে মার্চ ২০২২ ০৯:১১ অপরাহ্ন
ঘণ্টায় ৭ হাজার রাসায়নিক অস্ত্র উৎপাদন!

কেবল ছয় ঘণ্টায় চল্লিশ হাজার সম্ভাব্য প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র উৎপাদন করতে পারে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। নতু এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।


চলতি মাসের শুরুতে নেচার মেশিন ইন্টেলিজেনসে প্রকাশিত নিবন্ধের গবেষকেরা বলছেন, খারাপ লোকজনের হাতে পড়লে এই কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার হতে পারে কিনা, তা নিয়েও গবেষণা করা হয়েছে। তাতে প্রমাণিত হয়েছে, এতে সত্যিকারের ঝুঁকি রয়েছে।-খবর আরটির।


অর্থাৎ খারাপ লোকজন কিংবা গোষ্ঠীর কাছে এই এআই পড়লে তাতে মারাত্মক বিপদ হতে পারে। গবেষণার অংশ হিসেবে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাধারণ উপাত্ত দেওয়া হয়েছিল, কিন্তু বিষাক্ত মিশ্রণের খোঁজে ভিন্ন উপায়ে প্রক্রিয়া করতে এটির প্রোগ্রাম করা হয়েছিল।


গবেষকেরা বলছেন, ইন-হাউস সার্ভার চালু হওয়ার ছয় ঘণ্টারও কম সময়ের মধ্যে আমাদের মডেল চল্লিশ হাজার অণু উৎপাদন করতে পেরেছে। যা আমাদের প্রত্যাশিত লক্ষ্যের কাছাকাছি।


এতে কেবল বিপজ্জনক নার্ভ এজেন্ট ভিএক্স মিশ্রণই আসছে না, আরও বেশি বিষাক্ত কিছু অণুও বেরিয়ে আসছে, যেগুলো সম্পর্কে আগে থেকে ধারণা ছিল না বিজ্ঞানীদের।


নিবন্ধে বলা হয়েছে, এটি খুবই অপ্রত্যাশিত। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিতে ডেটাসেট ব্যবহার করা হয়েছে। তাতে কোনো নার্ভ এজেন্ট মিশ্রণ করা হয়নি।


গবেষক দলের প্রধান ফ্যাবিও উর্বিনা বলেন, এসব তথ্য এতটাই আতঙ্কজনক যে, তা প্রকাশ্যে নিয়ে আসা নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান ছিলেন।


তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত ডেটাসেট অবাধে ডাউনলোড করা যাবে। তারা যে কোডিং-বিদ্যা ব্যবহার করেছেন, তাতে একটি ভালো কৃত্রিম বুদ্ধিমত্তাও রাসায়নিক অস্ত্র উৎপাদনকারী যন্ত্রে পরিণত হতে পারে।