মোদির সঙ্গে টেলিভিশন বিতর্কে ইমরান !

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২২শে ফেব্রুয়ারি ২০২২ ০৬:২৬ অপরাহ্ন
মোদির সঙ্গে টেলিভিশন বিতর্কে ইমরান !

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশনে বিতর্ক করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আগ্রহ প্রকাশ করেন তিনি।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। ইতোমধ্যে তিনবার যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশি দেশ দুটি। 


সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সেখান থেকে দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে চিরবৈরি দেশের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টিভি বিতর্ক করতে চান ইমরান।   


পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি টেলিভিশনে মোদির সঙ্গে বিতর্ক করতে চাই। এর মাধ্যমে দুই দেশের সঙ্কটের সমাধান হলে ভারতীয় উপমহাদেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন।’


ইমরান বলেন, ‘সময়ের ব্যবধানে ভারত আমাদের চিরশত্রু দেশে পরিণত হয়েছে। যে কারণে স্বল্প পরিসরে দেশটির সঙ্গে পাকিস্তানের ব্যবসা-বাণিজ্য হয়। তবে আমার সরকার বিশ্বের সব দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য তরান্বিত করতে উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে একটি ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছি আমরা।’ 


তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।