সংঘর্ষ ছড়িয়ে পড়ছে কিয়েভের রাজপথে

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৫শে ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪১ অপরাহ্ন
সংঘর্ষ ছড়িয়ে পড়ছে কিয়েভের রাজপথে

রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকার ফুটপাতে বেসামরিক পোশাক পরা একটি মরদেহ পড়ে আছে। পাশেই দুই তলা একটি ভবনের আড়ালে অবস্থান নিয়েছে ইউক্রেনের সেনারা।


২০ মিটারের কিছু বেশি দূরে চিকিৎসাকর্মীরা ছুটছেন আরেকজন আহতকে সেবা দিতে। ওই ব্যক্তি একটি বেসামরিক গাড়ি চালাচ্ছিলেন। যা সাঝোঁয়া যানের চাপায় পিষ্ঠ হয়েছে।



আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনীর একটি অগ্রসর দল রাজধানী কিয়েভে প্রথম প্রবেশ করে। তারা এগিয়ে যাওয়ার পথে এমন পরিস্থিতি রেখে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে কিয়েভকে অবরুদ্ধ করা হবে।



শহরের উত্তরাঞ্চলীয় জেলা ওলোলোনস্কিতে ছোট আগ্নেয়াস্ত্রের গুলি ও বিস্ফোরণ শুনে পথচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন।  


শহরের প্রাণকেন্দ্রে শোনা গেছে সবচেয়ে বিকট বিস্ফোরণের শব্দ। যে শহরের মানুষ রাত কাটিয়েছেন কারফিউ ও বোমা বিস্ফোরণের শব্দে।


প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ট্রাকের কাছে দুটি মরদেহ দেখেছেন। মনে হয়েছে তারা রুশ সেনা। কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী বিধ্বস্ত গাড়ি পরীক্ষঅ করছে। তারা এএফপি’র প্রতিনিধিকে কাছে যেতে দেয়নি।


৩৯ বছর বয়সী ইয়েবগেন নালুতায় বলেন, চিহ্ন লুকিয়ে রাখা দুটি সামরিকযান রাস্তায় চলছিল। আমি তাদের সেনা ইউনিটের প্রতীক দেখতে পারিনি। একটি আন্ডারপাসের নিচে অবস্থান নিয়ে ছিল। আরেক রাস্তার অপর প্রান্তে। কিন্তু পরে বাড়ির আঙ্গিনার দিকে ছুটে যায়। পরে আর দেখিনি। মানুষ দৌড়াচ্ছিল।


৫৮ বছর বয়সী বাসিন্দা ভিক্টর বেরবাশ জানান, শুক্রবার সকালে গুলির শব্দ শুনে তিনি ব্যালকনি থেকে দৌড়ে সরে গেছেন। বলেন, আমি একটি সাঝোঁয়াযান ও অটোমেটিক রাইফেলের গুলিবর্ষণ দেখতে পাই। পরে দেখি বিমানবিধ্বংসী অস্ত্র থাকা এই গাড়ি, হয়ত সেখানে আগে থেকেই ছিল।


একটি বেসামরিক গাড়িকে ট্যাংকের চাপা দেওয়া তিনি দেখেছেন। তার মতে, এটি ছিল ইচ্ছাকৃত। তবে চালক জীবিত কিনা তা সম্পর্কে তিনি নিশ্চিত নন। বলেন, দুটি সাঝোঁয়া যান রাস্তায় চলছিল। দ্বিতীয়টি ইচ্ছাকৃতভাবে গাড়িটিকে চাপা দেয়।


ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই সহিংসতার জন্য ‘শত্রুদের একটি স্যাবোটাজ ও অনুসন্ধানী দল দায়ী’।


বৃহস্পতিবার প্রথম কিয়েভের উপকণ্ঠে পৌঁছায় রুশ বাহিনী। ওই সময় হেলিকপ্টার থেকে সেনারা গোস্তোমেল বিমানঘাঁটিতে হামলা চালায়। এটি ওবোলোনস্কি শহরের কাছে অবস্থিত। ইউক্রেনের সেনাবাহিনী বিমানঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে।  


ওবোলোনস্কিতে রুশ অনুসন্ধানী দল পৌঁছার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের হামলা প্রতিহত করার আহ্বান জানায়। সূত্র: এএফপি