বিশ্বে নিষেধাজ্ঞা প্রাপ্তিতে শীর্ষে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৮ই মার্চ ২০২২ ১২:১২ অপরাহ্ন
বিশ্বে নিষেধাজ্ঞা প্রাপ্তিতে শীর্ষে রাশিয়া

ইরান ও সিরিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ হয়ে উঠেছে রাশিয়া।নিষেধাজ্ঞা ওয়াচলিস্ট ওয়েবসাইট কাস্টেলামের বরাত দিয়ে মঙ্গলবার (৮ মার্চ) বিবিসি এ তথ্য জানায়।


ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২২ ফেব্রুয়ারির আগে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা ছিল। ইউক্রেনে হামলা শুরুর পর নতুন করে আরও ২ হাজার ৭৭৮টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে দেশটির ওপর মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২টি।এতে ইরানকে সরিয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্তিতে শীর্ষ অবস্থান দখল করেছে দেশটি। ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞার সংখ্যা ৩ হাজার ৬১৬টি।


রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞার শতকরা ২১ ভাগ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। তার পরেই রয়েছে সম্মিলিতভাবে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞা ১৮ শতাংশ।ইউক্রেনে হামলা বন্ধ করতে মস্কোর ওপর চাপ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।