ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রে ৪১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৩রা সেপ্টেম্বর ২০২১ ১১:১২ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রে ৪১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার প্রভাবে টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে নিহত হয়েছে অন্তত ৪৪ জন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিউজার্সি অঙ্গরাজ্যে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ফিল মারফি। এর মধ্যে পানি বেড়ে যাওয়ায় নিজেদের যানবাহনে আটকা পড়ে বেশির ভাগের মৃত্যু হয়েছে।


এ ছাড়া নিউইয়র্কে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুবছরের একটি শিশুও রয়েছে। এ ছাড়া ১১ জনের মৃত্যু হয়েছে বাড়ির বেসমেন্টে জমে থাকা পানিতে ডুবে।


এ ছাড়া তিন জনের মৃত্যু হয়েছে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার আশপাশে। কানেটিকাটে মৃত্যু হয়েছে এক জনের।