প্রকাশ: ৮ জুন ২০২১, ১৬:৩৬
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচন দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে নতুন একটি ‘সমঝোতার পথ’ খুলে দিতে পারে বলে মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। অনলাইন সাময়িকী ফরেন পলিসি-তে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো কুগেলম্যান লিখেছেন, দীর্ঘদিনের রাজনৈতিক তিক্ততা সত্ত্বেও ভারত এখন বিএনপি-নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি তুলনামূলকভাবে ইতিবাচক
রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিনের ‘যুদ্ধযন্ত্র’কে অর্থনৈতিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি কঠোর বিলে সম্মতি দিয়েছেন তিনি। মার্কিন সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক—উভয় দলের সমর্থনে উত্থাপিত এই ‘রাশিয়া স্যাংশন বিল’ কার্যকর হলে বৈশ্বিক বাণিজ্যে
ভেনেজুয়েলায় ঢুকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে উদ্বেগ বেড়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই তিনি মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে লক্ষ্য করে হামলার হুমকি দেন। এর একদিনের মধ্যেই মার্কিন মদদপুষ্ট ইসরায়েল ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেয়। এর ফলে নতুন করে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের
ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা বিপুল পরিমাণ তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাজারদরে বিক্রি হওয়া এই তেলের অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। তবে ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজার ও কূটনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তের আইনি বৈধতা ও বাস্তব প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতা যুক্ত হয়েছে। মার্কিন সরকারের হালনাগাদ ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে মার্কিন ভিসা পেতে বাংলাদেশিদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর তালিকা হালনাগাদ করে। এতে