প্রকাশ: ৮ জুন ২০২১, ১৬:৩৬
গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে যুদ্ধাপরাধের যথাযথ তদন্তের দাবি তুলেছেন ইসরায়েলের ১৩ জন আইনজীবী। তারা দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল গ্যালি বাহারাভ-মিয়ারা ও সামরিক বাহিনীর প্রধান আইনজীবী ইফাত তোমের-ইয়ারুশালমির কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। এ নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ একটি প্রতিবেদন প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ২০২৩ সালের ৭ অক্টোবর
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মার্কিন শুল্কারোপের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে ম্যাকরন বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ সিদ্ধান্ত অনৈতিক ও ভিত্তিহীন। শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য ঘাটতি সমাধান সম্ভব নয়, বরং এটি উল্টো মার্কিন অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে। তিনি ইউরোপীয় দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বব্যাপী অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক ব্যবস্থা কার্যত বিশ্বব্যাপী বাণিজ্যিক উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং অনেকেই এটিকে ‘ট্রেড ওয়ার’ বা শুল্ক যুদ্ধের সূচনা হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের পক্ষে দাবি করছে,
চীন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ওই অঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ বলে অভিহিত করেন এবং বাংলাদেশকে এ অঞ্চলের ‘সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক’ হিসেবে উল্লেখ করেন। তার এই বক্তব্যের পর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন, বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের রয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক বৃদ্ধি ঘোষণা করেছেন। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে, যা দেশের তৈরি পোশাক রপ্তানির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ