প্রকাশ: ৮ জুন ২০২১, ১৬:৩৬
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে তারা জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার জন্য সম্মত হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেছে গোষ্ঠীটি। শুক্রবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধে তারা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার প্রস্তাবে গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েল। গত সপ্তাহে ট্রাম্প এই নতুন প্রস্তাব পেশ করলে ইসরায়েল তা গ্রহণের সংকেত দেয়। শুক্রবার হামাসও আনুষ্ঠানিকভাবে প্রস্তাবে সম্মতি প্রদান করে বলে হাইকম্যান্ড ভবন থেকে জানানো হয়। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, তারা যদি ট্রাম্পের শর্তগুলো মেনে চলে তবে গাজার সব বন্দি মুক্তি দিতে এবং প্রশাসনিক ক্ষমতা
খাগড়াছড়িতে সম্প্রতি সংঘটিত সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার অভিযোগকে বাংলাদেশে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। তবে এই অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে মুখপাত্র রাণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। খাগড়াছড়ির ঘটনার জন্য ভারতে দায় চাপানো অযৌক্তিক।” পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্যে বাংলাদেশ সরকারের উচিত
ইসরায়েলের নৌবাহিনীর হাতে আটক হয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বিবৃতিতে বলা হয়েছে, “গাজার উদ্দেশে যাত্রাকালে আমাদের নৌযান, ক্রু ও অভিযাত্রীদের আটক করেছে ইসরায়েল। এ ঘটনার প্রতিবাদে অভিযাত্রীরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।” ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের একটি
পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তানকে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী বলেন, “অপারেশন সিন্দুর ১.০–তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার আর তা করব না। আমরা এমন কিছু করব, যা