প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:২৩
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। মঙ্গলবার হেরাতের গুজারা শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি জানান, ইরান থেকে ফেরত আসা আফগান যাত্রীবাহী বাসটি পথে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় এবং যাত্রীরা বের হতে না পেরে পুড়ে মারা যান।
হেরাত পুলিশ জানায়, দুর্ঘটনার মূল কারণ ছিল অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতা। পাহাড়ি সড়কে গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় নিয়ম না মানার কারণে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে এলেও বাসের ভেতর আটকে পড়া অধিকাংশ যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে, দুর্ঘটনার এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দিয়েছিলেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে প্রায় আট লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। নিহতদের মধ্যে অনেকেই ছিলেন ইরান থেকে বিতাড়িত আফগান নাগরিক।
হেরাতের এক প্রাদেশিক কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, দুর্ঘটনায় পড়া বাসটি ইসলাম কালা সীমান্ত পেরিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রার শুরু থেকেই বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং অতিরিক্ত চাপ নিয়ে চলছিল।
আফগান তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদও দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, হতাহত ব্যক্তিরা সবাই ইরান থেকে ফেরত আসা আফগান নাগরিক। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সরকারিভাবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
হেরাতের এই দুর্ঘটনা দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, জোরপূর্বক ফেরত পাঠানো আফগান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান ও আফগানিস্তান উভয় সরকারের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।