রকেট হামলা করা হয়েছে মিয়ানমারের দুটি বিমানঘাঁটিতে। বৃহস্পতিবারের (২৯ এপ্রিল) এ হামলায় কোনো প্রাণহানি না ঘটলেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হামলার দায়ও কেউ স্বীকার করেনি। এক সংবাদ সম্মেলনে হামলার খবর নিশ্চিত করেছে সেনাবাহিনী।-খবর রয়টার্সের
মাস তিনেক আগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা বাহিনী।
কয়েক দশক ধরেই বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তাতামাদোখ্যাত মিয়ানমার সামরিক বাহিনীর লড়াই চলছে।
তবে কেন্দ্রীয় অঞ্চলগুলোতে এমন বড় ধরনের সামরিক স্থাপনায় হামলার ঘটনা একেবারেই বিরল।
কেন্দ্রীয় শহর মাগওয়ের কাছে একটি বিমানঘাঁটিতে প্রথম চারটি রকেট হামলা হয়েছে। এছাড়া তিনটি রকেট এসে ফার্মে পড়েছে আর একটি সড়কে।
এতে একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত হয়নি। বিস্ফোরণের পর ঘাঁটির বাইরে সড়কগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পরবর্তীতে মেইকটিলায় দেশের একটি প্রধান বিমানঘাঁটিতে পাঁচটি রকেট বিস্ফোরণ ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে সামরিক বাহিনী জানিয়েছে।
মেইকটিলা বিমানঘাঁটির পাশেই থান উইন হ্লাইং নামের এক সাংবাদিক ছিলেন। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা গেছে—একটি রকেট মাথার ওপর দিয়ে চলে গিয়ে ঘাঁটিতে বিস্ফোরিত হয়েছে।