
বাদুড় থেকে মানব শরীরে এসেছে করোনাভাইরাস- বিজ্ঞানীরা

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ১১:৪৩
শেয়ার করুনঃ

মহামারি দিয়ে যাচ্ছে যে করোনা ভাইরাস , তা সামান্য পরিবর্তিত হয়ে বাদুড় থেকেই মানুষের দেহে করোনাভাইরাস এসেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
যদিও শুরু থেকেই বিজ্ঞানীরা এমন আশঙ্কা করে আসছিলেন যে, চীনে বাদুড় ও প্যাঙ্গোলিনের শরীর থেকে মানব শরীরে এসেছে করোনাভাইরাস। এবার বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে দাবি করছেন বাদুড় থেকে করোনা।

বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে বলছেন, বাদুড় থেকে মানবদেহে সংক্রমণের সময় খুব বেশি জিনগত পরিবর্তন হয়নি করোনাভাইরাসের। এটি নিজের স্পাইক প্রোটিন ও অন্য কয়েকটি সামান্য জিনগত পরিবর্তনের পরেই মানব দেহে জায়গা করে নিয়েছে।

পিএলওএস বায়োলজি গবেষণা পত্রিকায় এমনটা দাবি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
