প্রকাশ: ১ মে ২০২০, ২১:৫৫
ফুল ফুটবে চাঁদে—বিষয়টা অনেকটা এরকম! মানে এবারের পূর্ণিমার চাঁদ দেখতে ফুলের মতো সুন্দর হবে। প্রিয়জন একগুচ্ছ নীল গোলাপ উপহার দিলে যতটা মুগ্ধ হতেন, এ মাসে ‘ফ্লাওয়ার মুন’ এর অপরূপ সৌন্দর্য আপনাকে ততটাই অবাক করবে।
মহাজাগতিক দৃশ্যটি ৭ মে মার্কিন আকাশে আর পরদিন আমাদের অঞ্চলে দেখা যাবে বলে জানাচ্ছে বিভিন্ন জোর্তিবিজ্ঞানের ওয়েবসাইট। এখন অপেক্ষা করতে হবে পূর্ণিমার জন্যই। আকাশ পরিষ্কার থাকলে সেই রাতে চোখ জুড়িয়ে যাবে চাঁদের রূপে।