বিক্রি হবে না হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম: জাকারবার্গ

নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: রবিবার ২২শে সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫১ অপরাহ্ন
বিক্রি হবে না হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম: জাকারবার্গ

প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলতে মার্কিন এক আইনপ্রণেতার আহ্বানে অস্বীকৃতি জানিয়েছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। তিনি আরও নিশ্চত করে বলেন হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কোনো মূল্যেই বিক্রি করা হবে না।

এক টুইট বার্তায় সিনেটর জশ হাউলি বলেন, জাকারবার্গের সঙ্গে তিনি ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন এবং তিনি জাকারবার্গকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বিক্রি করতে বলেছেন। ফেইসবুকের সবচেয়ে বড় এই সমালোচক তার বার্তায় আরও জানিয়েছেন, জাকারবার্গের সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে। ফেইসবুক পক্ষপাতিত্ব, গোপনীয়তা এবং প্রতিযোগিতার ব্যাপারে কতোটা সচেতন তা দেখাতে জাকারবার্গকে দুটি পদক্ষেপ নিতে বলা হয়েছে, ১। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বিক্রি করতে হবে। ২। সেন্সরশিপের ক্ষেত্রে স্বাধীন তৃতীয় পক্ষের কাছে নিরীক্ষণের জন্য উন্মুক্ত হতে হবে।

আইএএনএস-এর সংবাদে বলা হয়, সামাজিক মাধ্যমটি ভাঙ্গার এই বিষয়ে অনেক সিনেটরই সমর্থন দিচ্ছেন বলেও জানানো হয়েছে।ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর কামালা হ্যারিস কর্তৃপক্ষের ওপরে জোর দিয়েছেন বিষয়টিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। তবে দু’টি চ্যালেঞ্জকেই নাকচ করে দিয়েছেন মার্ক জাকারবার্গ।