সারাদেশের মত জামালপুরেও জাতীয় পরিচয় পত্র সেবা নির্বাচন কমিশন থেকে স্থানান্তর না করার দাবিতে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সকালে জামালপুর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে দুই ঘণ্টা ব্যাপী কর্মবিরতি পালন করা হয়। এই কর্মবিরতির সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তব্যে জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার বলেন, "২০০৭-০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহায়তায় দেশের ভোটার তালিকা প্রণয়ন করা হয়। সেই সময় সংগৃহীত ডাটাগুলো আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতা থেকে স্থানান্তরের আলোচনা চলছে, যা আমাদের জন্য উদ্বেগজনক। আমরা দাবি জানাই যে, এনআইডি সেবাটি নির্বাচন কমিশনের আওতায়ই থাকা উচিত।"
তিনি আরও বলেন, "এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে স্থানান্তর করা হলে তা ভোটার তালিকার সঠিকতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে। যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা আরও বড় কর্মসূচি ঘোষণা করব।"
বক্তরা বলেন, "আমাদের ১২ কোটি নাগরিকের ভোটার তালিকা সংরক্ষিত রয়েছে, এবং সেই ডাটাবেজ আন্তর্জাতিক মানের।।
সিদ্ধান্ত গ্রহণ না করা হলে, তাদের আন্দোলন আরও বৃহত্তর আকারে চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।