ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গের দায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে রেকর্ড ৫শ’ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র সরকার। রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে ফেসবুকের আট কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চলে যাওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এই জরিমানা করে। শুক্রবার মার্কিন গণমাধ্যমে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিভিল শাখার অনুমোদন পেলেই এই জরিমানা চূড়ান্ত হবে।
তবে কতোদিনের মধ্যে অনুমোদন হতে পারে তা স্পষ্ট নয়। গত বছর আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হয়, নির্বাচনের সময় ফেসবুকের ৫ কোটি গ্রাহকের তথ্য সংগ্রহ করে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা। পরে ফেসবুক নিজেও আরও ৩ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের কথা স্বীকার করে। সেসময় ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করে যুক্তরাজ্য।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।