টাঙ্গাইলের গোপালপুরে গোহাটা সংলগ্ন কোনাবাড়ি মারকাজুল কুরআন মাদরাসায় ১৪ জন হাফেজে কুরআনের পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বরেণ্য ওলামায়ে কেরাম, স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে হাফেজদের পাগড়ী প্রদান শেষে তাদের বাবাদের টুপি উপহার দেওয়া হয়।
গতকাল বিকেলে মাদরাসা ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুতাওয়াল্লী মো. আ. ছাত্তার। পাগড়ী প্রদান ও দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুফতি আশরাফুজ্জামান কাশেমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব মো. মারুফ তালুকদার রাহিম। হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুঞাপুর আসাদুজ্জামান খান দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জামিয়া নিজামিয়া বরুরিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি নূর মোহাম্মদ, গোহাটা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজির সিদ্দিকী।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম, অভিভাবক ও মাদরাসার শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন হাফেজে কুরআন শুধু নিজের জন্য নয়, বরং পুরো সমাজ ও জাতির জন্য গৌরবের বিষয়। কুরআনের সুশিক্ষা সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার পথ দেখায়। তারা মাদরাসার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যেন তারা কুরআনের জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও ইসলামের খেদমতে নিজেদের নিয়োজিত করেন।
পাগড়ী প্রদান অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনায় মুফতি আশরাফুজ্জামান কাশেমী সকল হাফেজদের জন্য দোয়া করেন এবং তাদের সাফল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।