কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার শিবনগর গোমতী নদীর ব্রীজের নিচ থেকে আছমত আলী (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আছমত আলী উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকতলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিহতের ছোট ছেলে আল-আমিন জানান, তার বাবা প্রায় ২০ দিন আগে বড় বোন পারভীন আক্তারের বাড়িতে আসেন। আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দেখে তিনি বুঝতে পারেন, নদী থেকে উদ্ধার হওয়া মরদেহ তার বাবার।
পারভীন আক্তার জানান, তার বাবা শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রতিদিন ফজরের নামাজ পড়তে মসজিদে যেতেন। আজ সকালে নাস্তা খাওয়ার সময় তাকে খুঁজে না পেয়ে প্রথমে মনে হয়েছিল তিনি মসজিদে গেছেন। পরে অনেকক্ষণ খোঁজার পর জানতে পারেন, গোমতী নদীতে একটি লাশ পাওয়া গেছে যা তার বাবার।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে নিহতের পরিবার থানায় এসে তাকে শনাক্ত করে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, সকালে খবর পেয়ে পুলিশ গোমতী নদীর শিবনগর ব্রীজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বৃদ্ধ আছমত আলী অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নদীর কাছে গিয়ে অসুস্থতাজনিত কারণে পানিতে পড়ে যান বা কোনোভাবে নদীতে পড়ে গিয়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বাবার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। তাদের দাবি, তিনি স্বাভাবিকভাবে হারিয়ে যাননি, এ বিষয়ে তদন্ত করা দরকার।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।