কালিয়াকৈরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার ২৩শে অক্টোবর ২০২৪ ০৭:০৪ অপরাহ্ন
কালিয়াকৈরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমিতে বিএনপি'র কিছু নেতার যোগসাজশে গড়ে তোলা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলছে। বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয় এই অভিযান, যা সন্ধ্যা পাঁচটা পর্যন্ত অব্যাহত থাকবে। 


জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সফিপুর বুটমিল মিল পাশা গেট এলাকায় ভূমিদস্যুরা বন বিভাগের জমিতে কয়েকশ’ অবৈধ স্থাপনা গড়ে তোলে। 


স্থানীয় বন বিভাগ একাধিকবার বাধা দিলেও তারা নির্মাণ বন্ধ করেনি, এবং বাধা দিতে গিয়ে বন বিভাগের কর্মীদের ওপর হামলাও হয়েছে। এসব হামলার ঘটনায় কালিয়াকৈর বন বিভাগের কর্মীরা থানায় একাধিক মামলা করেছেন। 


অভিযানে অংশ নিচ্ছেন বিভাগীয় চারটি রেঞ্জের ২৫ বিটের ৮০ জন বন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ। অভিযান শেষে অবৈধ স্থাপনার সংখ্যা এবং কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।