ফেসবুকের বিরুদ্ধে সাড়ে তিন হাজার কোটি ডলারের একটি ‘ক্লাস অ্যাকশন’ মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ফেসিয়াল রিকগনিশন সংক্রান্ত তথ্য অপব্যবহারের অভিযোগে এই মামলা হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ওই মামলা গ্রহণ না করতে আদালতের প্রতি আবেদন জানায় ফেসবুক কর্তৃপক্ষ। তবে সানফ্রান্সিসকোর তিন সদস্যের বিচারক প্যানেল আবেদন খারিজ করে দেয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ বলছে, ফেসবুক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে এ বিষয়ে আবেদন না জানালে এখন সানফ্রান্সিসকোর আদালতে তাদের বিরুদ্ধে ৩৫ বিলিয়ন ডলারের ক্লাস-অ্যাকশন মামলাটির শুনানি শুরু হবে। মামলায় হেরে গেলে ইলিনয়ের ৭০ লাখ লোককে ব্যক্তিপ্রতি ১ হাজার থেকে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে ফেসবুক কর্তৃপক্ষকে।
মামলার অভিযোগে বলা হয়, ফেসবুক ইলিনয়ের ব্যবহারকারীদের আপলোড করা ছবি স্ক্যান করে চেহারা শনাক্ত করার আগে কোনও অনুমতি নেয়নি। ওই তথ্য কতদিন তাদের কাছে সংরক্ষণ করা হবে, তাও জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।