
প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ১৬:৫২

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই বিপর্যয় দেখা দিয়েছে। বুধবার (১৩ মার্চ) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পর্যন্ত প্রতিষ্ঠানটির বেশিরভাগ সেবা ডাউন হয়ে যায়। ফলে বিশ্বজুড়ে এর কোটি কোটি গ্রাহক ভোগান্তিতে পড়ে। প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক চালু হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বুধবার রাত থেকে ফেসবুকে কোনো লিংক শেয়ার কিংবা পোস্ট দেওয়া যায়নি; ফেসবুকের মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দেয়।
