
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ২২:৪৪

স্মার্টফোনে কথা বলতে বলতে দেখলেন ফোনটা গরম হয়ে উঠেছে! ফোন চার্জে বসানো, খুলতে গিয়ে দেখলেন সেটা গরম হয়ে আছে। এসময় আতঙ্ক কাজ করে অনেকের মনে। স্মার্টফোন বিস্ফোরণ হবে না তো! জেনে নিন স্মার্টফোনের ব্যাটারি গরম হলে কী করবেন -
১. রাতভর স্মার্টফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন। এর ফলে মোবাইল অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়।
