ইন্সটাগ্রামে যে ছবি পোস্ট করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ ০১:৪৬ অপরাহ্ন
ইন্সটাগ্রামে যে ছবি পোস্ট করা যাবে না

আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে এমন ছবি সরিয়ে দিচ্ছে ইন্সটাগ্রাম। শুধু তাই নয়, ভবিষ্যতে এমন ছবি পোস্ট করা যাবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইন্সটাগ্রাম জানিয়েছে, ব্যবহারকারী কিশোর-কিশোরীর অভিভাবকদের আপত্তির কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইন্সটাগ্রামের প্রধান অ্যাডাম ম্যসেরি জানান, মানুষের নিরাপত্তার থেকে গুরুত্বপূর্ণ কিছু হয় না। তাই আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে, এমন কোনও ছবি শেয়ার করা যাবে না।

১৪ বছরের মার্কিন কিশোরী মলি রাসেলের আত্মহত্যার পর সমালোচনার সূত্র ধরে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মলির বাবার অভিযোগ ছিল, ইন্সটাগ্রামের কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর