সনাতন ধর্মাবলম্বীদের আতঙ্ক দূর করতে কাজ করছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই আগস্ট ২০২৪ ০৮:০৩ অপরাহ্ন
সনাতন ধর্মাবলম্বীদের আতঙ্ক দূর করতে কাজ করছে জামায়াত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজমান আতঙ্ক দূর করতে বাড়ি বাড়ি গিয়ে মতবিনিময় করছে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন। গত রোববার থেকে উপজেলা জুড়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাদের সেই আতঙ্ক ও ভীতি দূর করতে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত পাড়া-মহল্লা ও মন্দির পরিদর্শন করে গুজবে কান দেয়া থেকে বিরত থাকা ও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন।


তারা সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করছেন, কেউ আপনাদের ক্ষতি করতে পারবেনা। পরিবার-পরিজন নিয়ে যেভাবে বসবাস করে আসছেন সেভাবেই বসবাস করবেন। আমরা আপনাদের পাশে আছি। 


বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র প্রসাদ বলেন, ভূরুঙ্গামারীতে ৭০টি মন্দির রয়েছে। এখানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা হয়নি। সনাতন ধর্মাবলম্বী কাউকে আঘাত করা হয়নি। জামায়াত ও সহযোগী সংগঠনের লোকজন আমাদের খোঁজ খবর রাখছেন।


জামায়াতে ইসলামীর উপজেলা আমির আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে আমরা কোনো প্রকার অশান্তি ও বিশৃঙ্খল পরিবেশ দেখতে চাই না। সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে জামায়াত ইসলাম তাদের পাশে থাকবে। সনাতন ধর্মাবলম্বী মানুষসহ তাদের ঘরবাড়ি ও মন্দির সুরক্ষিত রাখতে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।