অনুমোদন ছাড়া গেইমের লাইভস্ট্রিম নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে এপ্রিল ২০২২ ০৯:১২ অপরাহ্ন
অনুমোদন ছাড়া গেইমের লাইভস্ট্রিম নিষিদ্ধ

সরকারি অনুমোদন ছাড়া ভিডিও গেইমগুলোর লাইভস্ট্রিম নিষিদ্ধ করেছে চীন। অপ্রাপ্তবয়স্ক গেইমার ও ইন্টারনেট ব্যবহারকারীদের ‘আসক্তি’ মোকাবেলায় নতুন বিধান চালু করেছে দেশটি।


গেল মার্চেই অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গেইমিংসহ লাইভস্ট্রিম ও সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল চীন সরকার।


সে সময়ে প্রস্তাবিত পরিবর্তনগুলোর বিষয়ে দেশের জনগণের মতামত চেয়েছিল সরকার। এখন সেই ঘোষণার কিছু অংশের বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছে গেইমিং বিষয়ক সাইট পিসি গেইমার।


চীনের ‘ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেশন’ অনুমোদনহীন ভিডিও গেইমের লাইভস্ট্রিম নিষিদ্ধ করার খবর উঠে এসেছে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে।