https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঘ্রাণশক্তি হারিয়ে ফেললে কীভাবে তা ফিরিয়ে আনবেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২০, ২৩:২২

শেয়ার করুনঃ
ঘ্রাণশক্তি হারিয়ে ফেললে কীভাবে তা ফিরিয়ে আনবেন

বর্তমানে বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। এই ভাইরাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রতি মুহূর্তে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।এই ভাইরাসে আক্রান্ত হলে বিভিন্ন উপসর্গ বা লক্ষণ দেখা দেয়। এর মধ্যে ঘ্রাণশক্তি হারিয়ে ফেলাও একটি। বর্তমানে বিশ্বব্যাপী ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে।

তবে হঠাৎ করে ঘ্রাণশক্তি হারিয়ে ফেললে কী করবেন?

মনে রাখতে হবে ঘ্রাণশক্তি চলে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ভাইরাসের সংক্রমণ হওয়া। যেমন: করোনা একটি ভাইরাস। বিশ্বব্যাপী এখন যেভাবে করোনার প্রাদুর্ভাব হয়েছে তাতে ঘাণশক্তি চলে গেলে ধরেই নিতে হবে আপনি করোনায় আক্রান্ত। তবে নাও হতে পারে।এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে শুধু ঘ্রাণশক্তি হারালে হাসপাতালে যাওয়া জরুরি নয়।

বরং বাসায় বসে কিছু চিকিৎসা ও সাবধানতা অবলম্বন করতে হবে।এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারা, যিনি বর্তমানে যুক্তরাজ্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন ফ্রন্টলাইনে থেকে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তাসনিম জারা বলেন, করোনার কারণে ঘ্রাণশক্তি হারিয়ে ফেললে এ জন্য কোন চিকিৎসা কার্যকর সে বিষয়ে এখনও আমরা পুরোপুরি নিশ্চিত নই। তবে করোনা আসার আগেও বেশ কিছু ভাইরাল সংক্রমণের কারণে মানুষ ঘ্রাণশক্তি হারিয়েছে। সেই রোগীদের ঘ্রাণশক্তি ফেরাতে কিছু ঘরোয়া চিকিৎসায় কাজ হয়েছে এবং এ বিষয়ে বিশেষজ্ঞরাও তাদের মতামত দিয়েছেন।

তিনি বলেন, এই ঘরোয়া চিকিৎসা হচ্ছে- নিয়ম করে দিনে অন্তত দুইবার অন্তত লেবু, লবঙ্গ, গোলাপ ও ইউক্যালেপটাসের ঘ্রাণ নিতে হবে।এর মধ্যে লেবু ও লবঙ্গ প্রায় প্রতিটি রান্না ঘরেই পাওয়া যায়। গোলাপ না পাওয়া গেলে গোলাপের জল ব্যবহার করা যেতে পারে। আর ইউক্যালেপটাস পাওয়া যেহেতু একটু কষ্টকর, তবে ইউক্যালেপটাসের তেল পাওয়া যায়, সেটা ব্যবহার করা যেতে পারে। সঙ্গে লবঙ্গের তেলও নেওয়া যেতে পারে।

তাসনিম জারা বলেন, এই চারটি জিনিসের প্রতিটির ঘ্রাণ নিতে হবে ২০ সেকেন্ড করে, দিনে অন্তত দুইবার। বিশেষজ্ঞ চিকিৎসকরা ঘরোয়া এই চিকিৎসা তিন মাস চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।তিনি আরও বলেন, এক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ। জানা যাচ্ছে, দুই সপ্তাহের মধ্যে অনকে করোনা রোগী তাদের হারানো ঘ্রাণশক্তি ফিরে পাচ্ছেন।তবে দুই সপ্তাহের মধ্যে ঘ্রাণশক্তি ফিরে না পেলে উপরে বর্ণিত এই ঘরোয়া চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, যোগ করেন তাসনিম জারা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত, সতর্কতার আহ্বান

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত, সতর্কতার আহ্বান

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) তাদের গবেষণায় পাঁচজনের শরীরে এই ভাইরাস সনাক্ত করেছে। সোমবার (৩ মার্চ) আইসিডিডিআরবি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ বিষয়ক তথ্য প্রকাশ করে। আইসিডিডিআরবি জানায়, তারা ২০২৩ সালে সংগৃহীত নমুনাগুলোর পর্যালোচনা করে এ তথ্য পেয়েছে। গবেষণায় ব্যবহৃত সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ থেকে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে,

সরাইল হাসপাতালে অবকাঠামো উন্নয়নে ধীরগতি! বিঘ্নিত চিকিৎসা সেবা

সরাইল হাসপাতালে অবকাঠামো উন্নয়নে ধীরগতি! বিঘ্নিত চিকিৎসা সেবা

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিল্ডিং নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি। ২০২২ সালের শুরুতে ৩ তলা বিশিষ্ট বিল্ডিংটি তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যাওয়ার কারণে এ প্রকল্পটি দীর্ঘ দিন ধরে স্থগিত রয়েছে। এতে সরাইল উপজেলার কয়েক লাখ মানুষ চিকিৎসা সেবার ক্ষেত্রে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, হাসপাতালের বর্তমান বিল্ডিংটি অত্যন্ত ছোট এবং সংকীর্ণ

চক্ষু ইনস্টিটিউটে ১০৩ আহত, চিকিৎসা নিয়ে হতাশা

চক্ষু ইনস্টিটিউটে ১০৩ আহত, চিকিৎসা নিয়ে হতাশা

আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এখনো রয়েছেন ১০৩ জন চোখে গুলিবিদ্ধ আহত। তাদের অনেকেরই এক বা দুই চোখে গুলি লেগেছে, কেউ কেউ একাধিক অস্ত্রোপচারের পরও দৃষ্টিশক্তি ফিরে পাননি। আহতরা অভিযোগ করছেন, তারা আশানুরূপ চিকিৎসা পাচ্ছেন না। স্বজনরা বলছেন, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা উপদেষ্টাদের প্রথম কাজ হওয়া উচিত ছিল, কিন্তু এখনো শহিদ পরিবারের অনেকে দ্বারে দ্বারে ঘুরছেন। আন্দোলনে অংশ

সুস্থ খাদ্যাভাসেই কমতে পারে ক্যান্সারের ঝুঁকি

সুস্থ খাদ্যাভাসেই কমতে পারে ক্যান্সারের ঝুঁকি

দেশে অনুমিত ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ১৫ লাখ, প্রতি বছর নতুন করে যুক্ত হয় আড়াই থেকে তিন লাখ মানুষ। বেশিরভাগই চিকিৎসার বাইরে থাকেন বা অপচিকিৎসার শিকার হন। মাত্র এক-চতুর্থাংশ রোগী সঠিক চিকিৎসার সুযোগ পান, তবে তাদেরও অনেকে দেরিতে আসেন, যখন সুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়। ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেকের পক্ষেই এটি সম্ভব হয় না। এসব পরিস্থিতির মধ্যেই বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও ভাতা আজীবন প্রদানের পরিকল্পনা

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও ভাতা আজীবন প্রদানের পরিকল্পনা

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন