
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৬

স্লিম থাকার জন্য অনেকে কম পরিশ্রমের উপায় খুঁজেন। এক্ষেত্রে তারা বেল্টকে খুঁজে নেন। মনে করছেন পেটের মেদ এই বেল্ট ব্যবহারেই ঝরবে। কিন্তু সত্যিই কি কাজ হয় এতে? চিকিৎসকরা বলছেন, এই ফাঁকিবাজি করে মেদ ঝরানোর আগে দু’বার ভাবতে হবে। এই প্রক্রিয়াটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। আসলে মুখরোচক খাবার খেয়ে বেশির ভাগ মানুষই পেটে মেদ জমান। এমনিতে জিনগতভাবে অনেকেরই ভুঁড়ির প্রবণতা বেশি। এ ক্ষেত্রে বেল্ট ব্যবহারের আগে জানাটা জরুরি বেল্টের কর্মপদ্ধতি সম্পর্কে।
চওড়া বেল্ট পেটে টাইট করে আটকে নিয়ে বেশি তাপমাত্রার সাহায্যে ঘর্ম গ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ডের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে ওই অংশে প্রচুর ঘাম হয়। আর এই কারণে কিছুটা হালকা লাগে। সামান্য স্লিম মনে হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়া এতটাই বেশি যা শরীরের পক্ষে মোটেই ভাল নয়।

ইনিউজ ৭১/এম.আর