কর্মে প্রমাণ করুন দেশপ্রেম: ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন
কর্মে প্রমাণ করুন দেশপ্রেম: ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশপ্রেমিক হতে হলে বক্তৃতা নয়, কর্ম দিয়ে প্রমাণ করতে হবে। যারা নিজেদের দেশপ্রেমিক দাবি করছেন, তাদের কথা নয়, কাজই সেই দাবির সত্যতা নিশ্চিত করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই তাদের কর্মের মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেদের প্রমাণ করেছেন।  


শনিবার দিনাজপুরের হাকিমপুর হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাকিমপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডা. জাহিদ হোসেন।  


তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো বিএনপি কখনো জনগণকে ছেড়ে পালায়নি। বিএনপি জনগণের দুঃখ-কষ্টে পাশে ছিল, আছে এবং থাকবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দেশব্যাপী শীতার্তদের সহায়তা কার্যক্রম চলছে।  


অনুষ্ঠানে ১,৫০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, আদিবাসীদের গির্জা এবং কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরাও শীতবস্ত্র পেয়েছেন।  


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুবদলের আহ্বায়ক শাহ আলম, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  


ডা. জাহিদ হোসেন বলেন, দেশের জনগণ বিএনপির প্রতি আস্থাশীল। বিএনপি জনগণের দল এবং তাদের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। তিনি ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।