অটোরিকশা চালকরা সারা দেশের , ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন
অটোরিকশা চালকরা সারা দেশের , ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে মহাখালী রেললাইনে অটোরিকশা চালকরা অবরোধ করে আন্দোলন শুরু করেছেন, যার ফলে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সকাল ১০টা থেকে নিরাপত্তা কারণে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। ঢাকা স্টেশন থেকে কোনো ট্রেন এখন পর্যন্ত ছেড়ে যায়নি, এবং ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, রেললাইনের ওপর অটোরিকশা চালকদের অবস্থান নেওয়ার পর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

অন্যদিকে, বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল বলেন, সকাল থেকে মহাখালী এলাকায় অবস্থান নিয়ে রিকশাচালকরা রেলক্রসিংসহ বিভিন্ন রাস্তায় অবরোধ করেছে। তাদের দাবি, ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের আদালতের নির্দেশের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন।

এদিকে, গত ১৮ নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করলে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ওইদিন শিক্ষার্থীরা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করলে বেশ কয়েকজন নারী ও শিশু আহত হন। এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওইদিন থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আজকের এই অবরোধের ফলে ঢাকার রেলওয়ে পরিবহন ব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ঢাকা রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত এই আন্দোলন সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।