মাদারীপুর ২৫০ শয্যার হাসপাতালের আংশিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৩৫ অপরাহ্ন
মাদারীপুর ২৫০ শয্যার হাসপাতালের আংশিক উদ্বোধন

মাদারীপুরে হস্তান্তরের সাড়ে তিনবছর পর জেলা সদরের আড়াইশো’ শয্যাবিশিষ্ট হাসপাতালের আংশিক কার্যক্রম চালু হয়েছে। 


বৃহস্পতিবার(২ফেব্রুয়ারী) সকালে আড়াইশো শয্যার মধ্যে মাত্র ৫০ শয্যা চালুর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর ২আসনের  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। আগামীতে লোকবল নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে পুরো আড়াইশো’ শয্যা চালুর আশ্বাস দিয়ে বলেন বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও একাধিকবার আলোচনা করা হয়েছে। 


৩০ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যা থেকে ২৫০শয্যার সদর হাসপাতালের সাততলা ভবন সৈয়দারবালীতে নির্মানের ২০১৯ সালের ১২ নভেম্বর স্বাস্থ্য বিভাগের হস্তান্তর করে গণপূর্ত অধিদপ্তর। এটি চালুতে সবশেষ ১৪ নভেম্বর উচ্চ আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ দেন সুপীম কোর্টের আইনজীবি আবদুল্লাহ আল আশিক। এটি পূর্ণাঙ্গ চালু করা গেলে জেলার সাড়ে ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় আমল পরিবর্তণ আসলে বলে প্রত্যাশা জেলাবাসীর।


মাদারীপুর সিভিল সার্জন মুনীর আহমেদ খানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত  ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড রহিমা খাতুন, মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান,মাদারীপুর পৌর সভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী,সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান,মাদারীপুর সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার সহ অন্যান্য।