নাটোর সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ সিরাপ সরবরাহ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার।
সিংড়া উপজেলার হাতিয়নন্দ ইউনিয়নের মট গ্রামের ভুক্তভোগী মৃদুল হোসেন জানান, তার ১০ মাসের মেয়ের সর্দি ও কাশির কারণে শনিবার (১০ সেপ্টেম্বর) নাটোর সদর হাসপাতালে আসেন। হাসপাতালের চিকিৎসক সুমনা সরকার প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেন।
এ সময় হাসপাতালের ফার্মেসি থেকে সিপ্রফ্লক্সাসিন ও জিংক হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়। সরবরাহ করা ওষুধের মধ্যে সিপ্রফ্লক্সাসিনের মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হয়েছে।
বিষয়টি বাড়িতে গিয়ে তার নজরে এলে পরবর্তীতে ওই ওষুধ বাইরে থেকে কিনেন। পাশাপাশি রোববার (১১ সেপ্টেম্বর) বিষয়টি সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমারকে অবহিত করেন।
এ বিষয়ে সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।