প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৮
"ক্যান্সার মুক্ত বিশ্ব গড়তে একতাবদ্ধ "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় র্যালী ও আলোচনা সভা ও লিফলেট বিতরণ এর মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে।
শুক্রবার(৪ ফেব্রুয়ারী) বিকেলে হাকিমপুর প্রেসক্লাবে দৈনিক সকালের ডাক পত্রিকার আয়োজনে দিবসটি পালিত হয়।
দৈনিক সকালের ডাক হিলি প্রতিনিধি গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।
আরও বক্তব্য রাখেন, হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ূন কবির, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, পৌর কাউন্সিলর শামীম সরদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ক্যান্সার এর ভয়াভয়তা ও সচেতনতা বিষয়ে আলোচনা করেন।