ফাইজার বায়োএনটেক টিকার দুই ডোজ নেওয়ার ৬ মাসের মধ্যে এর কার্যকারিতা ৪৭ শতাংশ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত কমে যায়। এ বিষয়ে গতকাল সোমবার (৪ অক্টোবর) নতুন এক গবেষণা তথ্য প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্যে এমন চিত্র উঠে এসেছে। খবর রয়টার্সের
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থা ফাইজারের বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এ তথ্য উঠে আসলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজারের টিকা নিয়ে নতুন এ গবেষণার ফলাফল ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। নতুন গবেষণার বিশ্লেষণে বলা হয়েছে, ফাইজারের টিকা প্রয়োগের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে ৯০ ভাগ কার্যকর ছিল। এমনকি উচ্চ মাত্রার ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও। গবেষণার আরও বলা হয়েছে, করোনাভাইরাসের ধরণ পরিবর্তন হওয়ার কারণে টিকার কার্যকারিতা কমে গেছে।
এ গবেষণায় ফাইজার এবং কায়সার পারমানেন্টি গবেষকরা ৩০ লাখ ৪০ হাজার মানুষের ই নথি বিশ্লেষণ করেন। নথি বিশ্লেষণে টিকার প্রয়োগের আগে এবং টিকা প্রয়োগের পরের চিত্র তুলে ধরা হয়। অর্থাৎ ২০২০ এবং ২০২১ সালের তথ্যের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে।
ফাইজার ভ্যাকসিনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মেডিকেল অফিসার লুইস জডার বলেন, ফাইজার বায়োএনটেকের টিকা করোনার সব ধরনের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর। ফাইজার ভ্যাকসিনের কার্যকারিতা প্রথম মাসে ডেল্টা ভ্যারিয়েন্টে বিরুদ্ধে ছিল ৯৩ শতাংশ। চার মাস পরে তা কমে গিয়ে দাঁড়ায় ৫৩ শতাংশে এবং অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৭ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কার্যকর ছিল।
যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ প্রশাসন বয়স্কদের এবং যে সকল আমেরিকান করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে তাদের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করছিল। তবে নতুন এই গবেষণার তথ্যের ভিত্তিতে সবার জন্য বুস্টার ডোজের প্রয়োজন কিনা সেজন্য আরও গবেষণার আহবান জানিয়েছে বিজ্ঞানীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।