পলাশে গণটিকাদান কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: শনিবার ৭ই আগস্ট ২০২১ ০৬:৪৯ অপরাহ্ন
পলাশে গণটিকাদান কার্যক্রম উদ্বোধন

নরসিংদীর পলাশে আশ্রয়ণ প্রকল্পের মানুষদের টিকা দেওয়ার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২১’ উদ্বোধন করা হয়েছে। 



শনিবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নে গণটিকাদান কার্যক্রমটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আফসানা চৌধুরী (পিএএ। 



এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া ¯িœগ্ধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী প্রমুখ। 



উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রথম দিনের এই টিকাদান কর্মসূচিতে উপজেলার চারটি ইউনিয়নে ও একটি পৌরসভার মোট ৩ হাজার মানুষ ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন (টিকা) পাবে। 



আগামী ১২ আগস্ট পর্যন্ত ছয় দিন পর্যায়ক্রমে টিকা পাবেন গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ।