নেত্রকোণায় গণটিকা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: শনিবার ৭ই আগস্ট ২০২১ ০৬:৪৪ অপরাহ্ন
নেত্রকোণায় গণটিকা কার্যক্রম শুরু

সারাদেশের ন্যায় নেত্রকোণায় গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ সকাল ৯টা থেকে নির্ধারিত টিকা কেন্দ্রে ভিড় জমায়। তারা উৎসব মুখর পরিবেশে (এনআইডি) কার্ড দেখিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন ও পরে টিকা গ্রহণ করে। 



ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস আজ রবিবার বেলা ১২টায় নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের পাবই উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন। তিনি সার্বিক  টিকা কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ প্রকাশ করেন।  



এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, নেত্রকোণা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, 



সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা সেতু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলমসহ সরকারি কর্মকর্তা কর্মচারি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।