বরিশালে ১৫১ কেন্দ্রে একযোগে করোনার টিকাদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ৭ই আগস্ট ২০২১ ০৫:২১ অপরাহ্ন
বরিশালে ১৫১ কেন্দ্রে একযোগে করোনার টিকাদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একযোগে গণটিকাদান কর্মসূচি বরিশালে অনুষ্ঠিত হয়েছে। 



শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বরিশাল সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে গণটিকাদান কার্যক্রম উদ্ধোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু সহ অন্যান্যরা। 



এ সময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নগরীতে ৬৪ কেন্দ্রে টিকা প্রদান শুরু হয়েছে। আমাদের তদারকি রয়েছে। যেকোনো স্থান থেকে রেজিষ্ট্রেশন করে সিটি কর্পোরেশনের যেকোন কেন্দ্রে করোনার টিকা গ্রহণ করতে পারবে যে কেউ। 




সিটি করপোরেশন এলাকা ও জেলার উপজেলার বিভিন্ন ইউনিয়েনে মোট ১৫১টি কেন্দ্রে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সিটি করপোরেশন এলাকায় ৩০ ওয়ার্ডে ৬৪টি কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ চালু করা হয়েছে।




অপরদিকে বরিশালের ১০ উপজেলায় ৮৭টি ইউনিয়নের ৮৭টি কেন্দ্রে টিকা দান কার্যক্রম চলে। জেলার সদর উপজেলার কাশিপুর ও রায়পাশা কড়াপুর ইউনিয়নের করোনা ভাইরাস টিকা প্রদান কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন। 



এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, রায়পাশা কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, 




বরিশাল সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস প্রমূখ। এ সময় জেলা প্রশাসক ও সিভিল সার্জন টিকা নিতে আসা সাধারণ মানুষের সাথে টিকা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন।