সারাদেশের মতো খাগড়াছড়িতেও আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতি, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, আনন্দ, রেডক্রিসেন্ট, টিআইবি, বিএনসিসি, বিডি ক্লিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা নবায়নযোগ্য জ্বালানির প্রচলন ও জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান।
বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। দেশের জ্বালানি প্রকল্পে সরকারি ক্রয় আইন ও পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে মানা হচ্ছে না। প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে দেশীয় সম্পদ ও সক্ষমতা উপেক্ষা করে আমদানি নির্ভর ব্যয়বহুল কয়লা ও এলএনজি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে।
তারা আরও উল্লেখ করেন, জ্বালানি খাতে স্বার্থের দ্বন্দ্ব, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করছে। এই খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা ও কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সনাক সহ-সভাপতি অংসুই মারমা, সনাক সদস্য মো. জহুরুল আলম, ইয়েস দলনেতা মো. আরাফাত হোসেন রিজভী, যুব রেডক্রিসেন্টের সদস্য মো. জাহিদুল আলমসহ আরও অনেকে।
টিআইবি জানিয়েছে, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে সুশাসন প্রতিষ্ঠা ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে তারা সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এছাড়া উন্নয়ন সহযোগী, সংশ্লিষ্ট সংস্থা এবং অংশীজনদের সঙ্গে একযোগে কাজ করার মাধ্যমে এ খাতে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রতিবন্ধকতা দূর করা এবং পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ করা সময়ের দাবি। পরিবেশ রক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহার ও জ্বালানি উৎপাদনে নবায়নযোগ্য উৎসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে এই মানববন্ধন খাগড়াছড়ি অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।