বরিশালে সাংবাদিক অপূর্ব অপুকে গুম চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা জুন ২০২২ ০৬:৪০ অপরাহ্ন
বরিশালে  সাংবাদিক অপূর্ব অপুকে গুম চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু’র ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেস্টার ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে হামলা ও অপহরণের চেস্টায় জড়িত আসামীরা। তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চতুর্থ দিনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। 


এসময় একাত্ত্বতা প্রকাশ করে মানববন্ধনে মুক্তমনা লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সম্মিলিত সাংস্কৃতিক জোট বরিশাল জেলা শাখা, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন অংশ নেয়। বৃহস্পতিবার (২ জুন) সকালে নগরীর টাউন হলের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরিশালের সভাপতি শেখ শামিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আরিফ হোসেন। 


এসময় বক্তব্য রাখেন  সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন খান, সুশান্ত ঘোষ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির, সিনিয়র সাংবাদিক বিধান সরকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারন সম্পাদক মিথুন সাহা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল এর সাধারন সম্পাদক আফছার উদ্দিন মৃধা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেভাশিষ চক্রবর্তী, বরিশাল বিএম কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এসএম সারওয়ার  প্রমূখ। 


এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম আর প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশালের সভাপতি এনায়েত হোসেন শিবলু, বাংলাদেশ ইয়থ পার্লামেন্টের চেয়ারপারসন আমিনুল ইসলাম, সংগঠক শুভংকর চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল’র সাংগঠনিক সম্পাদক এম.আর মন্টু, যুগ্ন-সম্পাদক হুমায়ন কবির রোকন, জি টিভির ব্যুরো প্রধান নিকুঞ্জ বালা পলাশ, ভোরের কাগজের বরিশাল ব্যুরো প্রধান এম.কে.রানা, বরিশাল প্রেস ক্লাবের সদস্য এম মোফাজ্জেল, ফাহিম ফিরোজ, বাংলানিউজের ব্যুরো প্রধান মুশফিক সৌরভ, ঢাকা পোস্টের সৈয়দ মেহেদেী, ঢাকা মেইলের ব্যুরো প্রধান শাওন খান, নিউজ বাংলার তন্ময় তপু, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রুবেল খান ও সাধারন সম্পাদক রিপন হাওলাদার, তৃতীয় মাত্রার ব্যুরো প্রধান মাহামুদ, প্রধান সুব্রত সাহা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাকেরগঞ্জ শাখার সভাপতি জিয়াউল আকন, এম আর শুভ, লিটন বায়েজিদ, মেহেদী তামিম, বেল্লাল হোসেন,সবুজ,  বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন। 


এসময় বক্তরা বলেন, অবিলম্বে অপুর ওপর হামলাকারীরা গ্রেফতার না হলে আরো কঠোর আন্দোলনে নামতে সাংবাদিকরা বাধ্য হবেন। তাই এঘটনার আসল রহস্য উদঘাটন সহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। 


উল্লেখ, গত রোববার বিকেলে সময় টিভির বরিশাল  অফিসে যাওয়ার পথে অপূর্ব অপু’র ওপর  নগরীর পূর্ব বগুড়া রোডস্থ শীতলাখোলা এলাকার মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে প্রথমে  হামলা চালিয়ে পড়ে অপহরণের চেস্টা করে চিহ্নিত সন্ত্রাসীরা। তাদের হাত থেকে ছিটকে দৌড়ে নিজেকে রক্ষা করেন অপু। 


ঘটনার দিন রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অপু মামলা করলেও পাঁচদিনের পাড় হলেও এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।