ইবিতে সরস্বতী পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
রবিউল আলম-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
প্রকাশিত: সোমবার ২০শে জানুয়ারী ২০২৫ ০৪:১৬ অপরাহ্ন
ইবিতে সরস্বতী পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা এবং সাধারণ সম্পাদক ফোকলোর স্টাডিজ বিভাগের পংকজ রায় মনোনীত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. অরবিন্দ সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৬ সদস্যের কমিটি প্রকাশ করা হয়।  


কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন বিশ্বাস, পিন্টু লাল দত্ত ও সুকান্ত দাস। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অনির্বাণ সরকার, তন্ময় ঘোষ, রিয়া বসাক, স্বপন রায়, মনিকান্ত বিশ্বাস, রবি শঙ্কর, স্বপ্না রানী মন্ডল, দীপ কুন্ডু, উত্তম কুমার পাল, প্রান্ত কুমার কুন্ডু, শুভ্র ভৌমিক, তুর্য বিশ্বাস, দীপ সাহা ও আর্য পাল।  


কোষাধ্যক্ষ হিসেবে বাস্তব বসাক এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে রাম কৃষ্ণ চৌধুরী, তুষার বিশ্বাস, দ্বীপ জয় মল্লিক, পূজা দত্ত ও শ্যামল দাস মনোনীত হয়েছেন। কমিটির প্রত্যেক সদস্যই পূজার সুষ্ঠু আয়োজন ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে দায়িত্ব পালন করবেন।  


সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এর মাধ্যমে মানুষ শান্তি, ভালোবাসা এবং মানবিকতার বার্তা পায়। তিনি বলেন, এই পূজার মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হোক এবং সৌহার্দ্যের এক নতুন অধ্যায় শুরু করুক।  


তিনি আরও বলেন, পূজা উদযাপন পরিষদ সর্বদা সামাজিক মঙ্গলকামনায় কাজ করে। এই কমিটি প্রত্যেকের জীবনকে আনন্দময় করতে এবং সমাজে ঐক্যের বার্তা পৌঁছাতে কাজ করবে।  


অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, নতুন কমিটির নেতৃত্বে সরস্বতী পূজা উদযাপন আরও সুন্দর এবং সার্থক হবে। তিনি বলেন, পূজার আয়োজন যেন সবার জন্য আনন্দময় ও অর্থবহ হয়, সেই চেষ্টাই করা হবে।  


পূজা উদযাপন পরিষদের এই নতুন কমিটি ধর্মীয় সহিষ্ণুতা ও ঐক্যের প্রতীক হিসেবে কাজ করার আশা ব্যক্ত করেছে। তারা আশাবাদী, এ আয়োজন তরুণ প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতির গুরুত্ব তুলে ধরবে এবং সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।  


ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন বরাবরই অনন্যতা ও ঐতিহ্যের মেলবন্ধন হিসেবে পরিচিত। নতুন কমিটির নেতৃত্বে এই আয়োজন আরও সফল ও স্মরণীয় হবে বলে প্রত্যাশা সবার।