হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশীপ ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ২৬শে নভেম্বর ২০২২ ০৬:২৭ অপরাহ্ন
হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশীপ ফুটবল ম্যাচ

দিনাজপুরের হিলিতে এই প্রথম বারের মতো ব্যাতিক্রমি উদ্যোগ বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় উৎসব মুখর পরিবেশে স্হানীয় হাকিমপুর প্রেসক্লাবের আয়োজনে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে।


প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। 

আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ মোকলেদা খাতুন মীম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম শরীফ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া, হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা ডাঃ শ্যামল দাস প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাংবাদিক গোলাম রব্বানী, শফিক, আঃ হালিম, আব্দুল আজিজ, মোসলেম উদ্দিন, সাজ্জাদ হোসেন, রবিউল ইসলাম সুইট, সোহেল রানা, আব্দুল কুদ্দুস, আবু মুসা, মোস্তাকিম হোসেনসহ আরও অনেকে। 


খেলায় নির্ধারিত সময় শেষে ভারত বাংলাদেশ ২-২ গোলে ড্র হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রপি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের খেলোয়াড়দের হাতে তুলে দেন অতিথি বৃন্দ। 


হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির বলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবিত্র মোহন্ত এক পত্রের মাধ্যমে আমাদের যেছেন ২৬ নভেম্বর (শনিবার) দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের ১৪ জন সদস্য ৪ দিনের সফরে বাংলাদেশে আসবেন। এই দিন বিকেলে তারা আমাদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন। তাদের আহব্বানে এই সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।


উল্লেখঃ সকাল এগারোটায়  আন্তর্জাতিক সীমান্ত হিলি ইমিগ্রেশন দিয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের ১৪ জন বাংলাদেশে প্রবেশ করেন। ভারতের হিলি ইমিগ্রেশনের সকল কাজ সম্পূর্ণ করে বাংলাদেশ প্রবেশ এর সময় সীমান্তের জিরো পয়েন্টে তাদের রজনীগন্ধা স্টিক ও 🇧🇩 বাংলাদেশী পতাকা হাতে দিয়ে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া।