এতিম শিশুদের নিয়ে ইফতারের মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করলেন গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি ও বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ।
বুধবার (২৯মার্চ) নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরের রহমানিয়া এতিমখানা ও মাদ্রাসায় প্রায় শতাধিক এতিম শিশুদের নিয়ে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর বরিশাল ব্যুরো প্রধান এইচ আর হীরা, মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলাম ফিরোজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিক মজিবর রহমান নাহিদ বলেন, 'পবিত্র মাহে রমজানে এতিম শিশুদের নিয়ে ইফতারের মধ্য জীবনে নতুন বছরে পা দেয়া সত্যি খুবই সৌভাগ্যের, এজন্য মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।'
এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ২৯ মার্চ বরিশালে অবসারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শহিদুল ইসলাম ও গৃহিনী মাহমুদা বেগমের ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করে মজিবর রহমান নাহিদ। তিনি স্কুল জীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি এর আগে বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির বরিশাল প্রতিনিধি সহ বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি বরিশালের পেশাদার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।