দৌলতদিয়ায় হকারদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৬ই জুলাই ২০২১ ০৮:০৪ অপরাহ্ন
দৌলতদিয়ায় হকারদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

মহামরী করােনা ভাইরাসজনিত কারণে সারাদেশে শ্রমজীবী মানুষেরা হয়ে পড়েছে দিশেহারা। ইতিমধ্যেই অনেক গরীব-দুঃস্থ্য ও দরিদ্র পরিবারের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। 




এমনই সংকটময় মুহুর্তে এসব খেটে খাওয়া গরীব শ্রমজীবী মানুষের পাশে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২শ' হকারদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।





শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে দৌলতদিয়া মডেল হাই ষ্কুল মাঠ চত্বরে  উপজেলা প্রশাসনের আয়োজনে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন ।




এ সময় তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে অনেক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ অসহায় জীবনযাপন করছে। তাদের বিষয়ে চিন্তা করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ শত অসহায় হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।




অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান, মো. গোলজার হোসেন মৃধা, মামুনুর রশিদ, 




সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্নসাধারন সম্পাদক মোহাম্মদ আলী, আমজাদ হোসেন ফকির, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম সালু, এছাড়াও সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ প্রমুখ।