বার্সা প্রেসিডেন্ট চুক্তি সমপন্ন করলেন নতুন খেলোয়াড়ের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৬শে আগস্ট ২০২০ ০৮:১৩ অপরাহ্ন
বার্সা প্রেসিডেন্ট চুক্তি সমপন্ন করলেন নতুন খেলোয়াড়ের সঙ্গে

বার্সেলোনা থেকে লিওনেল মেসির বিদায়ের সংবাদে উত্তাল ফুটবল বিশ্ব। প্রিয় তারকার চলে যাওয়ার ঘটনা শুনে ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউর পদত্যাগের দাবি তুলেছে বার্সা সমর্থকরা। এমন পরিস্থিতিতে নতুন খেলোয়াড়ের চুক্তি সম্পন্নের খবর জানিয়েছেন খোদ বার্তেমেউ নিজেই।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টুইট পোস্টের মাধ্যমে পর্তুগীজ ফরোয়ার্ড ফ্রান্সিসকো ট্রিনকাওকে দলে ভেড়ানোর তথ্য দেন বার্সা প্রেসিডেন্ট।২০ বছর বয়সী ফ্রান্সিসকো পর্তুগীজ লিগের দল ব্রাগার হয়ে খেলেছেন। পর্তুগাল অনূর্ধ্ব ১৭ থেকে ২১ দলের হয়েও মাঠে নেমেছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতেই এই তরুণ ফরোয়ার্ডকে নিজেদের করে নিয়েছিল কাতালান কর্তৃপক্ষ। ৩১ মিলিয়ন ফিতে পাঁচ বছরের জন্য ন্যু ক্যাম্পে যোগ দিলেন ফ্রান্সিসকো।বার্সা থেকে যে পদত্যাগ করছে না বার্তেমেউ, এই টুইট পোস্টের মাধ্যমেই তা অনেকটা স্পষ্ট।